পুকুরের পানিতে লালচে/সবুজ স্তর এর সমাধান
মাছ চাষ করতে গেলে পুকুরের পানির উপর কয়েক ধরণের স্তর সৃষ্টি হয়, এই স্তরে সৃষ্টি হলে পুকুরে মাছের উৎপাদন ব্যহত হয়। সাধারনত: তিন ধরনের সর/স্তর দেখা যায়: ১. ফাইটোপ্লাংটন প্রাচুর্যজনিত স্তর: সব সময়ই এটার রং সবুজ থাকে, মোটা কাথার মতও দেখা যায়। ২. ইউগ্লেনাজনিত স্তর: এই ধরনের সর দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে লালচে-বাদামী বর্ণ ধারণ করে কিন্তু পড়ন্ত বিকেলে বা সন্ধ্যায় আলো মিলিয়ে যেতে না যেতেই সবুজ বর্ণ ধারন করে; এটার মধ্যে হাত কিংবা কোন কাঠ ঢুকিয়ে দিলে সরে যায় আবার হাত বা কাঠ বের করে নিলে সাথে সাথেই মুদে যায়। ৩. আয়রন জনিত স্তর: এটি সব সময়ই লালচে বাদামী; এটির বর্ণ কখনই পাল্টায় না; ********************************************************************************* ১. ফাইটোপ্লাংটন প্রাচুর্যজনিত স্তর : সব সময়ই এটার রং সবুজ থাকে, মোটা কাথার মতও দেখা যায়। কারণ: সাধারনত এটি অতিরিক্ত খাদ্য বা সার প্রয়োগের কারনে হয়ে থাকে। খাদ্যে অতিরিক্ত আমিষ, ফসফরাস থাকলেও হতে পারে। অতিরিক্ত শেওলার জন্য পানির রং ঘন সবুজ হয়ে যায়। ফলে রাতের বেলায় পানিতে অ...
খুব দরকার ছিল। ধন্যবাদ ভাই। তবে বায়োফ্লক সম্পর্কে আরো বিস্তারিত পোস্ট চাই।
ReplyDeleteখুব তথ্যবহুল
ReplyDeleteঅনেক ভালো লগলো আপনার এই বায়োফ্লোক সিস্টেমের ধারণাগুলো পেয়ে। ভাই আমি একটি দশ হাজার লিটারেট্যাংক নিয়ে বায়োফ্লোক শুরু করতে চাই । কিন্তু পুরোপুরি বুঝে উঠতে পারছিনা, দয়া করে আপনার মোবাইল নাম্বারটা দিবেন।
ReplyDeleteApps টা Email করলে ভাল হত।
ReplyDelete