About us

আমাদের সম্পর্কে:

অ্যাকোয়াবিডির মূল উদ্দেশ্য বিশ্ব জুড়ে মাছ চাষের সফল ও আধুনিক প্রযুক্তি এবং অ্যাকোয়াকালচার সম্পর্কিত আপডেট বিষয় সম্পর্কে জানা ও শেখা এবং তা নিরপেক্ষভাবে সবার সাথে শেয়ার করা। দেশের ও দেশের বাহিরের স্বনামধন্য মৎস্যবিদগণের সাথে যোগাযোগ স্থাপন এবং অ্যাকোয়াকালচার নিয়ে তাঁদের মতামত ও পরামর্শ সবার মাঝে ছড়িয়ে দেয়া।

দেখা যায় যে, সঠিক তথ্যের অভাবে অনেকে মাছ চষে অগ্রসর হতে পারেন না। আবার অনেকে মাছ চাষ করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখিন হন। অ্যাকোয়াবিডি অভিজ্ঞ মৎস্যবিদগণের এবং মৎস্যচাষী ভাইদের মতামত এই ব্লগে শেয়ার করে যা নবীন মৎস্য চাষী ভাইদের খামার ব্যবস্থাপনায় সহায়তা করবে।

অ্যাকোয়াবিডি হচ্ছে মৎস্যবিদ এবং মৎস্য চাষীগণের মিলন মেলা, এই ব্লগের সকল পোস্টে আপনার সুচিন্তিত এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মতামত সকলকে জানাতে পোষ্টের কমেন্ট সেকশনে নির্দ্বিধায় মন্তব্য করুন ।

Comments

Popular posts from this blog

পানির পি.এইচ নিয়ন্ত্রন

পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারন, লক্ষণ ও প্রতিকার

পুকুরের পানিতে লালচে/সবুজ স্তর এর সমাধান