Posts

Showing posts from March, 2020

পর্ব-৩: বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের আদ্যোপান্ত

Image
এই পর্বে আমরা আলোচনা করব বায়োফ্লক ট্যাংকের আয়তনের উপর ভিত্তি করে পানির পরিমান নির্ণয় এবং ট্যাংক স্থাপন। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে পানির সকল উপাদান আদর্শ পরিমানে রাখতে পানিতে ব্যবহৃত সকল উপকরণ যেমন: চুন, লবণ, চিটাগুড়, প্রোবায়োটিকস্ ইত্যাদি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে হয়। এই সকল উপকরণের ব্যবহার মাত্রা অধিকাংশ ক্ষেত্রে পানির পরিমানের উপর নির্ভর করে। তাই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য পানির পরিমান জানা খুবই জরুরী। আগের পর্বে আমরা আলোচনা করে ছিলাম বায়োফ্লক সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকলে ছোট আকারের ট্যাংকে এই পদ্ধতিতে চাষ করে পুরো বিষয়টি আয়ত্তে আসলে পরবর্তীতে বড় পরিসরে চাষ শুরু করা যেতে পারে। আগের দুটি পর্ব যদি দেখে না থাকেন তবে নিচের লিংক থেকে দেখে নিন। আরো দেখুন: বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের অদ্যোপান্ত পর্ব-১। Biofloc in Bangladesh Part-1 পর্ব-২: বায়োফ্লকে সি এন রেশিও/ CN Ratio (C:N) বা কার্বন নাইট্রোজেন অনুপাত নির্ণয় এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রন। বায়োফ্লক খামার স্থাপনের জন্য পর্যায়ক্রমিক ভাবে নিম্নোক্ত কাজ গুলো সম্পন্ন করতে হবে: ক) বয়োফ্লক প্

সিএন রেশিও এবং কার্বন সোর্স (মোলাসেস) এর পরিমান নির্ণয়ের ক্যালকুলেটর | Biofloc CN Ratio, Carbon Source Calculator

Carbon Source Calculator বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে সিএন রেশিও খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সিএন রেশিও বজায় রাখতে না পারলে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে শুধু তিক্ত অভিজ্ঞতাই বাড়ে। সিএন রেশিও সঠিক ভাবে হিসাব করা অনেকের কাছে কিছুটা সময় সাপেক্ষ মনে হতে পারে, তাই অতি অল্প সময়ে সিএন রেশিও হিসাব করতে ক্যালকুলেটরটি ব্যবহার করতে পারেন। Calculation of Carbon Source (Molasses, 22% Carbon) Water in tank: liter Feed weight: gram Protein % in feed: % TAN of water: ppm Expected CN ratio: : 1 Carbon in feed: gram Nitrogen in feed: gram Feed CN ratio: :1 Molasses required: gram ক্যালকুলেটরটিতে যে পদ্ধতি অনুসারে হিসাব করা হয়েছে তা নিচের লিংক থেকে দেখুন। পর্ব-২: বায়োফ্লকে সি এন রেশিও/ CN Ratio (C:N) বা কার্বন নাইট্রোজেন অনুপাত নির্ণয় এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রন।