পুকুর বা বায়োফ্লকে মাছ চষে অ্যামোনিয়ার (NH3) পরিমান নির্ণয়

মাছ চাষে একটি বড় সমস্যা হল অ্যামোনিয়া (NH3)। অ্যামোনিয়ার প্রভাবে মাছের মৃত্যু হয় এবং মাছ চাষে উৎপাদনশীলতা হ্রাস পায়। পানিতে অ্যামোনিয়ার পরিমান জানতে বাজারে বিভিন্ন টেস্ট কিট/ মিটার পাওয়া যায় তার মধ্যে একটি হল ATWA Ammonia (NH#) Test Kit. এটি হাঙ্গেরীর তৈরী একটি টেস্ট কীট।
এই টেস্ট কীট এর সাহায্যে ২০০ টি টেস্ট করা যায়। প্রডাক্টের সাথে যা থাকে:
১) সলিউসন-১
২) সলিউসন-২
৩) স্বাদু পানি ও লোনা পানির জন্য আলাদা কালার কার্ড
৪) ৫মিলি সিরিঞ্জ ১টি
৫) ১টি টেস্ট টিউব
৬) ব্যবহারের নিয়মাবলী
প্রতিটি টেস্ট কীট এর মূল্য: ১৬০০ টাকা

Comments

Popular posts from this blog

পানির পি.এইচ নিয়ন্ত্রন

পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারন, লক্ষণ ও প্রতিকার

পুকুরের পানিতে লালচে/সবুজ স্তর এর সমাধান