স্বল্প খরচে নিজেই তেরী করুন মাছের মান সম্পন্ন খাবার


যারা হাতে খাবার বানিয়ে পুকুরে প্রয়োগ করতে চান তাদের জন্য

মাছের খাদ্য তৈরির সাধারন ফর্মূলা:

কার্প-(২৪-২৫%আমিষ)
১। অটোব্রান ----- ৩০ কেজি
২। ডিওআরবি ---- ৩০ কেজি
৩। সয়াবিন------- ৩৫ কেজি
৪। ফিসমিল ------ ৫ কেজি
( মোলাসেস ২ কেজি, লবন ২ কেজি, ভিটামিন প্রিমিক্স- ২৫০ গ্রাম - এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না)

তেলাপিয়া/পাঙ্গাস ( ২৮-২৬% আমিষ)
১। অটোব্রান ----- ২৫ কেজি
২। ডিওআরবি ---- ২৫ কেজি
৩। সয়াবিন- ------ ৪০ কেজি
৪। ফিসমিল ------ ১০ কেজি
( মোলাসেস ২ কেজি, লবন ২ কেজি, ভিটামিন প্রিমিক্স- ২৫০ গ্রাম এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না))

শিং-মাগুর ( ৩২-৩০% আমিষ)
১। অটোব্রান ----- ২০ কেজি
২। ডিওআরবি ---- ২০ কেজি
৩। সয়াবিন- ------ ৪০ কেজি
৪। ফিসমিল ------ ২০ কেজি
( মোলাসেস ২ কেজি, লবন ২ কেজি, ভিটামিন প্রিমিক্স- ২৫০ গ্রাম; এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না)

চিংড়ি ( ৩৫-৩৩ % আমিষ)
১। অটোব্রান ----- ১৫ কেজি
২। ডিওআরবি ---- ১৫ কেজি
৩। সয়াবিন- ------ ৪০ কেজি
৪। এ্যাংকোর--------১০ কেজি
৪। ফিসমিল ------ ২০ কেজি
( মোলাসেস ২ কেজি, লবন ২ কেজি, ভিটামিন প্রিমিক্স- ২৫০ গ্রা; এগুলি পুষ্টি বিজ্ঞানে সাধারনত ধরা হয় না) )
**পিলেটিং করতে পারলে ভাল হয়।

মাছের খাদ্যে আমিষ উপাদান হিসাবে
১. সয়াবীন মিল (৪২-৪৪%আমিষ),
২. রেপ সিড অয়েল কেক (৩৬% আমিষ),
৩. ফিশ মিল এনালগ (৬২% আমিষ),
৪. ফিশ মিল (গ্রেড-২, আমিষ ৫৪% প্রায়),
৫. এ্যাংকর ডালের খুদ (৩৬% আমিষ),
৬. খেসারীর খুদ (২৯% আমিষ),
৭. মসুরের খুদ (২৪%আমিষ) সহ
৮. বিভিন্ন ডালের খুদ (২৪%) সংযুক্ত।

Comments

  1. অটোব্রান,ডিওয়ারবি,ফিসমিল, মোলাসেস,, এসব কি?? আর এসব কি কিনতে পাওয়া যায়?? আর যদি নিজেই তৈরিকরতে হয় তাহলে উপাদান গুলো কি একটু বিস্তারিতবলবেন??

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পানির পি.এইচ নিয়ন্ত্রন

পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারন, লক্ষণ ও প্রতিকার

পুকুরের পানিতে লালচে/সবুজ স্তর এর সমাধান