পুকুরে পানিতে আয়রন সমাচার

অনেক পুকুরে অনেক সময় দেখা যায় যে, পানিতে আয়রন আছে!
আয়রন যুক্ত পানি মাছের জন্য ক্ষতিকর কিনা বা কতটুকু, এ নিয়ে ভাবনা-চিন্তার যথেষ্ঠ অবকাশ আছে।

আয়রন জনিত সরঃ 

এটি সব সময়ই লালচে-বাদামী; এটির বর্ণ কখনই পাল্টায় না;
-শুধু চাষীভাইরাই নন; অনেক শিক্ষিত মানুষও এটির সাথে ইউগ্লেনাকে মিশিয়ে ফেলেন!

কারনঃ 
যারা প্রায়শই আয়রন সম্বলিত ভূ-গর্ভস্থ পানি পাম্পের সাহায্যে তুলেন
তাদের পুকুরেই এটি দেখা যায়;

কিভাবে বুঝবেনঃ
-এটির বর্ণ সব সময়েই লালচে-বাদামী এবং রোদ-ছায়া কোন সময়েই এর এই বর্ণ বদলায় না;
-যদি এটি আয়রনের স্তর হয় তা'হলে স্তরের মধ্যে কোন কিছু চুবিয়ে দিলে আয়রন সেটির গায়ে লেগে উঠে আসে;
এবং যে জায়গায় এটি চুবানো হয় সেই জায়গাটা ফাঁকাই থেকে যায়; আর মুঁদে যায় না!
**কিন্তু ইউগ্লেনার স্তর কিন্তু মুঁদে যায়! এবং ইউগ্লেনার বর্ণ রাতে কিংবা ছায়াতে সবুজ হয়ে থাকে কিন্তু রোদ পেলে বাদামী-লাল বর্ণ ধারন করে ;
যেটাকে অনেকে আবার আয়রনের স্তর ভেবে থাকেন!

ক্ষতিকর দিকঃ
-পুকুরের পানির দ্রবীভূত অক্সিজেন নিঃশেষ করে ফেলে;
-মাছের হজম প্রক্রিয়া বাধা গ্রস্থ হয়;
খাদ্যের সার পদার্থ বিশোষণ বাধা গ্রস্থ হয়!

প্রতিকারঃ 
ক) বোরিং এর গভীরতা আয়রন মুক্ত স্তরে স্থাপন করতে হবে;
খ) সম্ভব না'হলে ঘাস সম্বলিত নালা দিয়ে পানি প্রবাহিত করে একটি পুকুরে ফেলে তার পর মূল পুকুরে ফেলতে হবে;
গ) তা সম্ভব না হলে বাঁশ দিয়ে এক পাশে চাপিয়ে পরিষ্কার করতে হবে।****

আর যা ভোলা যাবে না তা হল;
> দ্রবীভূত আয়রনকে নিয়ন্ত্রণ করতে চুন (পানি তোলার পর অন্তত ৫০ গ্রাম/শতক) প্রয়োগ করতে ভুলবেন না;
( যারা নিয়মিত চুন প্রয়োগ করেন; তাদের আলাদা করে চুন দেবার খুব একটা দরকার নাই)
> হয়ত খেয়াল আছে যে চুন আয়রনকে নিষ্ক্রিয় করে ফেলে মাছের হজম এবং বিপাক ক্রিয়াকে স্বাভাবিক রাখে।




সংগৃহীত;
কাজী আবেদ লতিফ স্যার
মৎস্য অধিদপ্তর

Comments

Popular posts from this blog

পানির পি.এইচ নিয়ন্ত্রন

পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারন, লক্ষণ ও প্রতিকার

পুকুরের পানিতে লালচে/সবুজ স্তর এর সমাধান