পুকুরের পানিতে অক্সিজেন ঘাটতির কারন, লক্ষণ ও প্রতিকার

মাছের বেঁচে থাকা , বৃদ্ধি , পুকুরের জৈবিক অক্সিজেন চাহিদা (BOD) মিটানোর জন্য অক্সিজেন প্রয়োজন । দ্রবীভূত অক্সিজেন মাছের শ্বাস - প্রশ্বাসে প্রভাব সৃষ্টি করে এবং অ্যামোনিয়া , নাইট্রাইট , হাইড্রোজেন সালফাইড গ্যাসের বিষাক্ততাকে প্রভাবিত করে । পুকুরে পানির অক্সিজেন মাত্রা ৫ - ৮ পিপিএম থাকলে মাছের বেঁচে থাকা , খাদ্য গ্রহণ , খাদ্য রূপান্তর হার (FCR) ভালো থাকে এবং সার্বিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পায় । অপরদিকে পানিতে অক্সিজেন মাত্রা কমে গেলে মাছের শ্বাস - প্রশ্বাস , জৈবিক ক্রিয়া ও খাদ্য গ্রহনের হার কমে যায় । মাছের বৃদ্ধির হার কমে যায় ও মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় । ফলে মাছ সহজেই পরজীবি...